(ব্যাখ্যা) অব্যয়বাচক দ্বিরুক্তি শব্দের উদাহরণ ‘ছম ছম’। যেমন—’ভয়ে গা ছম ছম করছে’। এ বাক্যে দ্বিরুক্ত শব্দ অনুভূতি বা ভাব বুঝিয়েছে। অন্যদিকে ‘হাতে নাতে’ ও ‘নেই নেই’ হলাে যথাক্রমে পদাত্মক দ্বিরুক্তি ও ক্রিয়াবাচক দ্বিরুক্তির উদাহরণ। আবার ‘ভারা ভারা’ দ্বিরুক্তি শব্দটি বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহৃত হয়। যেমন রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা।